অবশেষে গ্রেফতার ব্যারিস্টার মইনুল

0
16

জি নিউজ ডেস্কঃ সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করেছে ডিবিপুলিশ। সোমবার রাত ১০টার দিকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রংপুরের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় মইনুলকে গ্রেফতার করা হয়েছে। গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো একাত্তর জার্নালে আমাদের অর্থনীতির সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে কটূক্তি করেন তিনি। এরপর ঢাকা ও সোমবার রংপুরসহ কয়েকটি জেলার আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। তিনি বর্তমান সরকারের পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ভাই।

কোন মন্তব্য নেই