অভিযোগের ভিত্তিতে সারাদেশে আজ ০৬টি অভিযান পরিচালনা করেছে দুদক।

0
19

অভিযোগের ভিত্তিতে সারাদেশে আজ ০৬টি অভিযান পরিচালনা করেছে দুদক।

জি নিউজ ডেস্ক:বরিশালে সরকারি শিশু পরিবার (বালিকা) দক্ষিণ –এর উপ-তত্ত্বাবধায়ক কর্তৃক ২০১৮-১৯ অর্থবছরের মালামাল ক্রয়ের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল –এর সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে চেয়ার, টেবিল ও অফিসের অন্যান্য মালামাল ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে দুদক টিম প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ অনিয়মের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

? অভিযান নং – ০২ঃ
গোপালগঞ্জের জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেনিং এর টাকা ভুয়া মাস্টাররোল দেখিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে আগত অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে আজ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম জানতে পারে, উল্লিখিত ট্রেনিং সেন্টারে সেলাই, বুটিকস এবং কম্পিউটার প্রশিক্ষণ করানো হয়। তবে রেজিস্টারে উক্ত ৩ ক্যাটাগরিতে ১৫০ জন প্রশিক্ষণার্থীর উল্লেখ থাকলেও মাত্র ৪২ জনকে উপস্থিত পায় দুদক টিম। সার্বিক বিবেচনায় বাড়তি প্রশিক্ষণার্থী দেখিয়ে অবশিষ্ট অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম।

? অভিযান নং ০৩, ০৪, ০৫ ও ০৬ঃ
টেন্ডারের মাধ্যমে পছন্দের লোককে কাজ পাইয়ে দিয়ে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে, সরকারি কলেজের পুকুর ভরাটপূর্বক দখলের অভিযোগে, পার্কিং নিয়ম অমান্য করে গাড়ি পার্কিং প্রতি অতিরিক্ত ফি আদায়ের এবং কাঁচামাল পরীক্ষা-নিরীক্ষা না করে অবৈধভাবে কোয়ালিটি সার্টিফিকেট প্রদান করার অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, বগুড়া, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল এবং প্রধান কার্যালয় হতে ৪টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে।

? দুদক কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অফিস কর্তৃক গৃহীত ব্যবস্থা সংক্রান্তঃ
দুদক কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা কর্তৃক ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। তৎপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব কর্তৃক তদন্ত প্রতিবেদন এবং সহকারী কমিশনার (ভূমি), চরফ্যাশন কর্তৃক দাখিলকৃত কারণ দর্শানোর নোটিশের জবাবের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে শাস্তিমুলক বদলী এবং অফিস সহায়ক জনাব মোঃ শামীম আলম-কে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজু করা হয়েছে মর্মে দুদক-কে অবহিত করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন