আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
থাকবে না কেউ না খেয়ে, খাদ্য যাবে অসহায় দিনমজুর ও হতদরিদ্রদের ঘরে ঘরে এই প্রত্যয় নিয়ে বুঝি উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেই যাচ্ছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. শিবলী সাদিক। করোনাভাইরাস নিয়ে মানুষদের সচেতন করতে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও জনসাধারনকে সচেতন হয়ে ঘরমুখী থাকা তাগিদ দিয়েই যাচ্ছেন তিনি। এলাকাকে জীবাণুমুক্ত রাখতে উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করেছেন করে যাচ্ছেন।
সরকারের নির্দেশ মেনে মানুষদের ঘরমুখী রাখতে খাদ্য অভাব দূর করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যার পর কালীগঞ্জ পৌর ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকায় ১০টি অসহায় পরিবারকে চাউল, ডাল ও আলু পণ্য দিয়ে খাদ্য সহায়তা করেছেন ইউএনও মো. শিবলী সাদিক।
- অন্যান্য
- অর্থ ও বানিজ্য
- ইতিহাস
- কৃষি ও পরিবেশ প্রকৃতি
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- পরিচালক
- পরিবার
- ব্রেকিং নিউজ
- স্বাস্থ্য
- স্লাইড