আইসক্রিম বিক্রেতা যখন পশু ডাক্তার, ভুল চিকিৎসায় মারা গেল লাখ টাকার গরু

0
26

গাজীপুরের শ্রীপুরে এক লাখ বিশ হাজার টাকা দামের একটি গাভী গ্রামের হাতুড়ে ডাক্তার হাফিজের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন রুমা নামে এক নারী অভিযোগ করে বলেন, হাফিজ ও ওরফে হাবিব নামে এক ব্যক্তি বিভিন্ন এলাকায় নিজেকে পশুর ডাক্তার হিসেবে পরিচয় দেয়। এমন পরিচয়ে আমাকে সে তার ফোন নান্বারটি দিয়ে যায়। আমার গৃহপালিত একটি ৯ মাসের গর্ভবর্তী গাভী কি অবস্থায় আছে জানতে হাবিবকে ফোনে খবর দেই। পরে গাভীটি দেখার জন্য গেলো ১৯ তারিখ বিকেল চারটার সময় বাড়িতে এসে গাভীটি দেখে বলেন,গাভীটির বাচ্চা প্রসবের সময় হয়েছে বলিয়া গাভীটি পেট থেকে বাচ্চা প্রসব করানোর চেষ্টা করে। একপর্যায়ে হাবিব গাভীটির প্রস্রাবের রাস্তা দিয়ে হাত প্রবেশ করে বাচ্চাটিকে বাহির করতে ব্যর্থ হয়। এরপর দড়ি ও রডের হুক দিয়া গাভীর গর্ভের বাচ্চাটিকে বাধিয়া টানা ছেছড়াতে বাহির হয় গাভীর বাচ্চা। এর কিছুক্ষণ পরেই গাভী গরুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। গাভীর অবস্থা খারাপ দেখে হাবিব গাভী গরুটিকে ইনজেকশন দেয় এবং বিভিন্ন ঔষধ লিখিয়া চলে যায়।

পরবর্তীতে গাভী গরুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এ ব্যাপারে ভুয়া ডাক্তার হাবিবকে ফোন করলে উলটাপালটা কথাবার্তা বলে। গত ২২ তারিখ ভোর সকলে গাভী গরুটির নাক,মুখ দিয়ে রক্ত বাহির হয়ে ছটফট করে গরুটি মারা গেল। গাভীর বাছুরসহ মূল্য এক লাখ বিশ হাজার টাকা হবে। আমি এর সঠিক বিচার চাই। মামলার প্রস্তুতি চলছে বলে জানান রুমা।হাফিজ ওরফে হাবিবের বাড়ি উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, হাবিব এক সময় আইসক্রিম বিক্রি করতো। সে আবার গরুর ডাক্তার কবে থেকে হলো?। এবিষয়ে হাবিবের সাথে জানতে চাইলে তিনি বলেন, আমি গাভী গরুটির চিকিৎসা করছিনা। চিকিৎসা করছে একজন সার্জন। সেই সার্জনের নাম জানতে চাইলে তিনি নাম বলতে পারেননি।

শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের অধিনে হাবিব চাকুরী করেন কি-না জানতে চাইলে প্রাণিসম্পদ এর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আলী আকবর বলেন, আমি এখানে নতুন এসেছি। হাবিব নামের আমাদের এখানে কেউ নেই। মূলত কিছু লোক ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে সহজসরল পেয়ে প্রতারণা করছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন