আজকের আবহাওয়ার পূর্বাভাস
জি নিউজ ডেস্কঃ
> আজ বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
> ১০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
> ২৫ মহররম ১৪৪১ হিজরি
> পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি বলয় “পূবালী” দেশে বেশ সক্রিয় আছে।
> দেশের অনেক স্থানে বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাত হতে দেখা গেছে।
> বিশেষ করে উত্তরাঞ্চলে অধিক বৃষ্টি ও বজ্রবৃষ্টি লক্ষ করা যায়।
> আজ থেকে দেশের কিছু স্থানে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে।
> তবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃষ্টির মাত্রা বেশ বাড়তে পারে।
> বিশেষ করে খুলনা, বরিশাল, রংপুর ও চট্টগ্রামের বেশকিছু স্থানে।
> পক্ষান্তরে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
> উক্ত সময়ে অনেক স্থানে বজ্রপাত ও ধমকা বাতাস হতে পারে।
> এর মাঝে সাগরে একটু নতুন লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে।
> যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।
** দীর্ঘকালীন পূর্বাভাস কিছুটা পরিবর্তন **
আপডেট: ২৫ সেপ্টেম্বর, রাত ৩:০০ মিনিটে।