আজ গাজীপুরের সফিপুরে আসছেন প্রধানমন্ত্রী

0
45

জি নিউজ ডেস্কঃ আজ গাজীপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দেবেন তিনি। মঙ্গলবার সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছাবেন শেখ হাসিনা।

কালিয়াকৈর থানার ওসি মো: আলমগীর হোসেন মজুমদার জানান, আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আনসার-ভিডিপি কর্মকর্তা মো: আমিনুজ্জামান তালুকদার জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন।

কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এছাড়া দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার-ভিডিপি সদস্যদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

সূত্রঃ বাংলাদেশ টুডে।

কোন মন্তব্য নেই