জি-নিউজঃ
৫ মাস বন্ধ থাকার পর আজ ১৭ আগস্ট বিকেলে আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে কক্সবাজার সমুদ্র সৈকত।
বাংলাদেশে গত ৮ই মার্চ ২০২০ খ্রিঃ প্রথম করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ। তার পর থেকে বাড়তে থাকে করোনা সংক্রমনের সংখ্যা আস্তে আস্তে বন্ধ হয়ে স্কুল,কলেজ,গনপরিবহন ও দেশের পর্যটন কেন্দ্র সহ অনেক কিছুই। করোনায় স্থবির হয়ে পরে সারা বিশ্ব।
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বন্ধ থাকার ৫ মাস পর পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত।
আজ ১৭ আগস্ট সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সৈকত পরিদর্শন করে তা সবার উন্মুক্ত ঘোষণা করবেন জেলা প্রশাসক। এদিকে পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা ও প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়নে নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। দীর্ঘদিন পর কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলো খুলে দেয়ায় খুশি হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।