আজ রাতে প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”

0
67

জি নিউজ বিনোদন ডেস্কঃ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্ব ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে। এটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। শিকড় সন্ধানী ইত্যাদির এবারের পর্বে রয়েছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য এবং নীলচাষের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এ বছরের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে বাংলাদেশি বংশোদ্ভূত নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারা বেগমের নিজের শিকড়ের সন্ধানের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়েছিল। উল্লেখ্য, ইত্যাদিতে প্রচারের পরদিনই আনোয়ারা খুঁজে পান তার পরিবারকে। কিন্তু কীভাবে? এবারের পর্বে তা নিয়ে রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন। ভাওয়াইয়া গানের প্রাণপুরুষ আব্বাসউদ্দিন এবং তার শ্বশুর বাড়ি নিয়ে রয়েছে প্রতিবেদন। উত্তরা ইপিজেডের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ৭ই অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন