আজ শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়

0
12

মোঃ নাসির বিশেষ প্রতিনিধিঃসাতক্ষীরা :সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ১৯ বছর পর রায় ঘোষণা আজ।

সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ুন কবীর আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। গেল ২৭ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৩৪ আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলাটির ৩০ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তাদের যুকিতর্কও সম্পন্ন হয়েছে।

যুক্তিতর্কে আসামিদের অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তির আশা করছে রাষ্ট্রপক্ষ। এ মামলার ৫৪ আসামির মধ্যে ৪ জন মারা গেছেন, ১৬ জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা হয়। এ ঘটনায় ২৭ জনের নামসহ অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।

কোন মন্তব্য নেই