আত্মীয়ের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৮

0
70

জি-নিউজঃ
গফরগাঁও থেকে মাইক্রোবাসযোগে থেকে আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে নালিতাবাড়ী যাওয়ার পথে ফুলপরে ঢাকা-শেরপুর মহাসড়কের বাঁশাটি নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ঢাকা মেট্রো-চ ১৯-২৩৯৯ হায়েস গাড়ী গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। আরোও ৬জনের অবস্থা আশংকা জনক। গাড়ীটিতে ড্রাইভার সহ ১৫ জন যাত্রী ছিলো বলে জানান জীবীত অবস্থায় উদ্ধার হওয়া রতন।ঘটনাস্থল থেকে ৭ নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার ১৮ আগষ্ট সকাল ৭টায় ময়মনসিংহের ফুলপরে ঢাকা শেরপুর মহাসড়কের বাঁশাটি নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন এবং ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস এসে ৮ জনের লাশ উদ্ধার করেন। এখনো উদ্ধার কাজ চলছে মৃতের সংখ্যা বাড়তে পারে। ফুলপুর থানার ওসি ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহতরা হলেন,০১। শামছুল হক (৬৫),পিতা-মৃত আইয়ুব আলী,সাং-বাতুরী মশাখালী,থানা-গফরগাঁও
০২। নবী হােসেন (৩০),পিতা-চিত্তবরণ,সাং দাদরা, থানা-তারাকান্দা ০৩। মিলুয়ারা বেগম (৫৫), স্বামী-মৃত চাঁন মহন,সাং-বাকশী বাড়ি বিরুনিয়া,থানা-ভালুকা
০৪। রিপা খাতুন (৩০), স্বামী-বাতন,সাং-শেখ বাজার,থানা-গফরগাঁও ০৫। রেজিয়া খাতুন (৫৩),স্বামী-এলাহী বক্স,সাং-শেখ বাজার,থানা-গফরগাঁও
০৬। পারুল আক্তার (৫০),স্বামী-হাফিজ উদ্দিন,সাং-মশাখালী,থানা-পাগলা ০৭। বেগম (৩০), স্বামী-মােঃ শাহজাহান,সাং-বাকশী বাড়ি বিরনিয়া,থানা-ভালুকা
০৮। বুলবুলি আক্তার (৭),পিতা-শাহজাহান, সাং-বাকশী বাড়ি বিরুনিয়া,থানা-ভালুকা।

জীবিত উদ্ধার হয়েছেন, ০১। শাহজাহান (৪০),পিতা-চাঁন মহন, সাং-বাকশী বাড়ি বিরুনিয়া,থানা-ভালুকা
০২। শারফুল (৩৬), পিতা-চাঁন মহন, সাং-বাকশী বাড়ি বিরুনিয়া,থানা-ভালুকা ০৩। মিজান (২৮),পিতা-মিলন,সাং-বাকশী বাড়ি বিরুনিয়া,থানা-ভালুকা
০৪। হাবীব (৫৫),পিতা-মৃত উসমান,সাং-মশাখালী,থানা-পাগলা,০৫। রাজু (২৭),পিতা-আবুল কালাম,সাং-লাহাবৈ রাজৈ,থানা-ভালুকা
০৬। রতন (৫৫),পিতা-মৃত এলাহী বক্স, সাং-শেখ বাজার,থানা-গফরগাঁও।

জীবীত উদ্ধার হওয়া রতন জানান, সকলে মাইক্রোবাস যোগে গফরগাঁও থেকে নালিতাবাড়ী বারোবারি এলাকায় এক আত্মীয়ের লাশ দেখতে যাচ্ছিল। ঘটনাস্থলে তাদের মাইক্রোবাস একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে আহতরা স্থানীয় হসপিটাল এবং এমএমসিএইচ এ চিকিৎসারত আছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন