আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ

0
36

জি নিউজ ডেস্কঃঢাকা
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দুটি মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করলেন ।
দুই মহানগরের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে কাজ করবে এ দু’টি ইউনিট।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মহানগর পুলিশের উদ্বোধন করেন।
এর মাধ্যমে কার্যক্রম শুরু হলো পুলিশের এ দু’টি ইউনিটের।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বর্তমান আয়তন ৫১৭ দশমিক ৩ বর্গ কিলোমিটার। রংপুর সদর, মিঠাপুকুর, বদরগঞ্জ, কাউনিয়া ও পীরগাছার কিছু অংশ আরপিএমপি এলাকায় থাকছে। আরপিএমপি এলাকার থানাগুলো হচ্ছে- কোতোয়ালি, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ ও হাজীরহাট। রংপুর মেট্রোপলিটন উদ্বোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মস্তফা রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুুষ ভিডিও কনফারেন্স স্থানীয় এক সংখ্যালঘু মহিলার সাথে কথা বলেন তখন প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন রংপুরের মানুুষতো লাঙ্গলে ভোট দেন বেসি নৌকায় কম কম ভোট দেন দেখি এভার কি করেন রংপুরের ভোটাররা এবং সবার কাছে নৌকায় ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও দেখা হবে বলে বিদায় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যক্রমও চলবে আটটি থানা নিয়ে। এ থানাগুলো হলো- গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম। গাজীপুর মেট্রোপলিটন অনুষ্ঠানে স্থানীয় ভাবে উপস্হিত ছিলেন, জিএমপি কমিশনার কে এম বেলালুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম.পি,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি,
মোঃজাহিদ আহসান রাসেল এম.পি,গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর,বীর মুক্তিযোদ্বা এড.মোঃ আজমত উল্যা খান,ইকবাল হোসেন সবুজ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুুষ, ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী লিপি আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিকের সাথে কথা বলেন তখন গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ি করার জন্যে গাজীপুর বাসিকে ধন্যবাদ এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

কোন মন্তব্য নেই