আন্তর্জাতিক শ্রমিক দিবসে আই ইউ এস এর ফ্রি মেডিকেল ক্যাম্প
আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল ইউনানী সোসাইটি (আই ইউ এস) আয়োজন করে ফ্রি মেডিকেল ক্যাম্প। যেখানে বিনামূল্যে হেলথ চেকআপ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। ইউনানি চিকিৎসা বিজ্ঞানের গ্র্যাজুয়েট মেডিকেল অফিসার সহ ছাত্র-ছাত্রীরা অংশ নেয় মেডিকেল ক্যাম্পে।
মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের গজারিয়ার প্রত্যন্ত গ্রাম ইসমানির চর এলাকায়। প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করে। ইসমানির চর কাশিমুল উলুম মাদ্রাসা, ইসমানীর চর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এ ধরনের উদ্যোগে এলাকাবাসী অনেক আনন্দিত এবং অনেকে জানান, এ ধরনের উদ্যোগ নেয়াতে অনেক সুবিধা বঞ্চিত মানুষ স্বাস্থ্য সেবা নিতে পেরেছে
ইন্টারন্যাশনাল ইউনানী সোসাইটির জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ ফেরদৌস আবির বলেন, ইউনানী চিকিৎসা বিজ্ঞানকে তুলে ধরতে এবং সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে আমাদের সংগঠন সব সময় প্রস্তুত।