আন্দলন রত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে আ. লীগ নেতা-গোপীনাথ দাশ।

0
59

জি নিউজ ডেস্কঃ নারায়নগঞ্জ নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে পড়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোপীনাথ দাস।

বুধবার (১ আগষ্ট) দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গালাগাল শুরু করেন গোপিনাথ দাস।
একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেও সম্বোধন করেন। এতে আন্দোলনরতরা এর তীব্র প্রতিবাদ জানালে তিনি আরও গালাগাল করতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, গোপীনাথ দাস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কটূক্তি করেছেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। এর প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদের ধমক দেন। এরপর শিক্ষার্থীরা কমান্ডার গোপীনাথের ওপর চড়াও হয় এবং মারমুখী হয়ে ওঠে। পরে গোপীনাথ তার ভুল স্বীকার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। এরপর শিক্ষার্থীরা শান্ত হয়।

এ সময় তাকে শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। কিন্তু তিনি এতে আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের মারধরের হুমকি দেন।
পরে পরিস্থিতি আরও খারাপ হলে তিনি ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন।তখন উপস্হিত অনেকেই বলাবলি করতে থাকে যে বর্তমানে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জনগনের যৌক্তিক কোন আন্দলন প্রতিবাদ দেখলে কিছু কিছু লোক কমন ডায়লগ বলে ত্রিশস্কার করে নিজেকে আলচনায় আনতে চায়,কমন ডায়লগ গুলো হলো, ইদানীং রাজাকারের বাচ্চা, বিরোধী মতের ষরযন্ত্র, আমি ষরযন্ত্রের স্বিকার ইত্যাদি,তবে জনগনের যৌক্তিক দাবির আন্দলন ভিন্ন খাতে নেয়া থেকে সরকার সহ সবাইকে সজাগ দৃস্টি রাখার আহবান করে আন্দলন রত শিক্ষার্থীরা।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন