আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিবলয় পূবালী প্রায় সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে
জি নিউজ ডেস্কঃ পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিবলয় পূবালী প্রায় সারাদেশেই কমবেশি বৃষ্টি ঘটিয়েছে। কোথাও কোথাও একটানা বৃষ্টি চলছে। সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকায় দিনের বেলাতেও রাতের আঁধার নেমে আসছে। যার ফলে তাপমাত্রা অনেক কমে গেছে বেশিরভাগ স্থানে। বিশেষ করে রংপুর বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।(১৬০ মিলিমিটার)। যা আজ সারাদিন চলতে পারে সাময়িক বিরতি দিয়ে। এছাড়া খুলনা,রাজশাহী,বরিশাল বিভাগসহ দেশের অন্যত্র কিছু এলাকয় সকাল থেকে মাঝারি ধরণের বর্ষণ চলছে।
পরবর্তীতে আজ বিকেল নাগাত ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগেও বৃষ্টি বাড়তে পারে। তুলনামূলক কম প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগে।
আগামী ২৪ ঘন্টা পর থেকে সার্বিক বৃষ্টিপাত কিছুটা কমের দিকে থাকতে পারে সাময়িকভাবে।
আপডেট: ২৫ সেপ্টেম্বর, দুপুর ০১:৩০ মিনিটে।
#BWOT