ইতিহাসের এই দিনে

0
15

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে ::
আজ শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.
২২ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ (শীতকাল)
২২ জমাদিউস-সানি, ১৪৪২ হিজরি|
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন।
বছর শেষ হতে আরো ৩২৯ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের আলোকে আজকের এই দিনে বিশ্বে ঘটে যাওয়া বাছাইকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ঘটনাবলীঃ-
~~~~~
১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
১৭৯২ – টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮৩১ – প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
১৮৭২ – ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
২০১৩ – যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্মঃ-
~~~
১৮৯৪ – বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন।
১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং জন্মগ্রহণ করেন।
১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার জন্মগ্রহণ করেন।
১৯৩২ – ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।
১৯৫৪ – আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পন্ডিত ও লেখক
১৯৭৬ – অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।
১৯৯২ – নেইমার, ব্রাজিলীয় ফুটবলার

মৃত্যুঃ-
~~~
১৮৫৯ – তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৯২১ – সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ – রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫ – করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।
১৯৮৮ – সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
১৯৯৮ – অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
২০১৪ – যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
২০২০ – মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী

ছুটি ও অন্যান্যঃ-
~~~~~~~~~
জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ)।

(তথ্যসূত্রঃ- উইকিপিডিয়া)

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন