ইতিহাসের এই দিনে

0
10

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)::
একনজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম, মৃত্যু, ছুটি ও বিশেষ দিবস।

আজ- রবিবার
০৫ জানুয়ারি, ২০২০ খ্রি.
২১ পৌষ ১৪২৬ বাংলা
০৯ জমাদিউল আউয়াল ১৪৪১ হিজরী
ঘটনাবলীঃ-
১৫০০ – ডিউক লুদভিক সোফারজ মিলান জয় করেন।
১৫৫৪ – নেদারল্যান্ডের আইন্দহোভেনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত।
১৭৫৯ – আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, মার্থা কসটিসকে বিবাহ করেন।
১৮৫৪ – সান ফ্রান্সিসকোতে স্টিমার বিস্ফোরণে ৩শ জন মানুষ নিহত।
১৮৯৬ – অস্ট্রিয়ান সংবাদপত্র, উইলিয়াম রনজেনের আবিষ্কৃত রশ্মি নিয়ে সংবাদ প্রকাশ করে, যা পরে এক্স-রে হিসাবে পরিচিত হয়।
১৯০০ – আইরিশ নেতা জন রেডমন্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
১৯০৯ – কলম্বিয়া পানামাকে স্বাধীন ঘোষণা করে।
১৯১৮ – জার্মান ওয়ার্কার পিস গঠিত হয়, যা পরে নাৎসি পার্টি হিসাবে পরিচিত হয়।
১৯৭১ – প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৯৬ – ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা হামাস কর্মী ইয়াহিয়া আয়াস ইসরায়েলি বোমা হামলায় নিহত হন।

জন্মঃ-
১৬৪৩ – আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।
১৯৪০ – গাও শিংশিয়ান, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।
১৯৫০ – খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি।
১৯৬৫ – গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৬৬ – ফাহমিদা নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

মৃত্যুঃ-
১৯৬০ – এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক।
১৯৬১ – এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।
১৯৯৭ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
১৯৯৮ – রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।

(সূত্রঃ- উইকিপিডিয়া)

কোন মন্তব্য নেই