ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, বৃহস্পতিবার।
১৭ই নভেম্বর/২০২২ খ্রি.
২রা কার্তিক/১৪২৯ বঙ্গাব্দ.
২২শে রবিউস সানি /১৪৪৪ হিজরী।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২১তম দিন।
বছর শেষ হতে আরো ৪৪ দিন বাকি রয়েছে।
আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৫২৫ – সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮ – প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৮৬৯ – প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৯৩৩ – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৭০ – বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ – ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৯৯ – ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭০ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ। (মৃ. ১৯৪২)
১৯৩৬ – তারাপদ রায়, বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক। (মৃ. ২০০৭)
১৯৪২ – মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ – রুনা লায়লা, বাংলাদেশী খ্যাতিমান গায়িকা।
১৯৫৩ – মিজু আহমেদ, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০১৭)
১৯৮৬ – ন্যানি, পর্তুগীজ ফুটবল খেলোয়াড়।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯২৮ – লালা লাজপত রায়,পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(জ.২৮/০১/১৮৬৫)
১৯৩১ – হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতা।(জ.০৬/১২/১৮৫৩)
১৯৭১ – দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।(জ.২৫/১১/১৮৯৮)
১৯৭৩ – ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন। (জ.২১/০২/১৮৭৮)
১৯৭৬ – আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশী রাজনীতিবিদ।
১৯৮৩ – অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক।(জ.১৯৩১)
১৯৮৮ – ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।(জ.১৮৯৪)
২০২০ – বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।(জ.০৬/১০/১৯৩৩)
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~~~
জাতীয় মৃগীরোগ সচেতনা দিবস । (ভারত)