ইতিহাসের পাতা থেকে আজকের দিনে

0
8

ইতিহাসে আজকের দিনে
~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, বুধবার।
১১ জানুয়ারি/২০২৩ খ্রি.
২৭ পৌষ/১৪২৯ বঙ্গাব্দ.
১৭ জমা. সানি /১৪৪৪ হিজরী.

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১তম দিন। বছর শেষ হতে আরো ৩৫৪ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~
• ১৬১৩ – মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
• ১৮৪৬ – নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
• ১৯২২ – মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
• ১৯৭২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
• ১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।
• ১৯৯২ – আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।
• ২০০২ – কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিলো।
• ২০০২ -বাংলাদেশের কূটনীতিক কিউএ এম এ রহিম সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~
• ১৮৬৬ – লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।(মৃ.০৮/১১/১৯৩৩)
• ১৮৮১ – মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। (মৃ.১১/০৫/১৯৬৫)
• ১৯২১ -লেখিকা নীলিমা ইব্রাহিম। (মৃ.২০০২)
• ১৯৩৪ – টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
• ১৯৩৮ – মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
• ১৯৪১ – শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। (মৃ.২০০৬)
• ১৯৪২ – আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী। (মৃ. ২০০৪)

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~
• ১৯৬৬ – লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।(জ.০২/১০/১৯০৪)
• ২০০৮ – এড্মান্ড হিলারি নিউজিল্যান্ডের পর্বতারোহী এবং অভিযাত্রী।
• ২০১৪ – এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।
• ২০১৪ – মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।
• ২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।
• ২০২১ – বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড। (জ. ১৭/১১/১৯২৮)
• ২০২২ – মাহমুদুল হক, বাংলাদেশী চিত্রশিল্পী

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
আন্তর্জাতিক ফিত আস্টা বৈদালি দিবস

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন