.
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী:
আজ বৃহস্পতিবার:-
২ ডিসেম্বর/২০২১ খ্রি.
১৭ অগ্রহায়ণ/১৪২৮ বঙ্গাব্দ (হেমন্তকাল)
২৬ রবিউস সানি/১৪৪৩ হিজরি|
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩৬তম দিন।
বছর শেষ হতে আরো ২৯ দিন বাকি রয়েছে।
ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া বাছাইকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~
১৮৫৯ – আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
১৯৪৬ – ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তারা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।
১৯৫৬ – কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।
১৯৭১ – পাক বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ লাইন। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে শুরু হয় সম্মুখযুদ্ধ।
১৯৭১ – সংযুক্ত আরব আমিরাত ব্রিটিশ উপনিবেশবাদ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৮৪ – ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
১৯৮৯ – ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯০ – একীভূত জার্মানিতে প্রথম সাধারণ নির্বাচনে হেলমুট কোলের নেতৃত্বে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল জয়লাভ করে।
১৯৯৭ – পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~
১৮৮৮ – ক্ষিতিমোহন সেন,ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
১৮৯২ – বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি জন্ম গ্রহণ করেন।
১৮৯৮ – ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন।
১৯২১ – পটুয়া চিত্রশিল্প কামরুল হাসান।
১৯২৫ – সন্তোষ দত্ত,প্রখ্যাত বাঙালি অভিনেতা।
১৯৬০ – অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা
১৯৬৭ – মুশতাক আহমদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~
১৯১৮ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাই কোর্টের ভারতীয় বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়েরপ্রথম ভারতীয় উপাচার্য।
১৯৬৫ – সাহিত্যিক সৈয়দ এমদাদ আলী,
১৯৬৬ – লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ,
১৯৯১ – ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক বিমল মিত্র।
২০১৪ – জেয়ান বেলিভেয়াউ, তিনি ছিলেন কানাডিয়ান আইস হকি খেলোয়াড়।
ছুটি ও অন্যান্যঃ-
~~~~~~~~~
✓ আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস।