ইতিহাসে আজকের দিনে

0
1

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~
আজ, সোমবার।
২৫ ডিসেম্বর/২০২৩ খ্রি.
১০ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ,
১১ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ছয় দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৬৯১ – রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
১৭৫৮ – হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
১৭৭১ – দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
১৯২৫ – কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৪৫ – ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপাত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
১৯৬৪ – ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
১৯৬৮ – ভারতের তামিলনাড়ুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬১ – পণ্ডিত মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ,স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের চার বারের সভাপতি।(মৃ.১২/১১/১৯৪৬)
১৮৭৬ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।(মৃ.১১/০৯/১৯৪৮)
১৮৮৯ – চৌধুরী খালিকুজ্জামান, পূর্ব বাংলার গভর্নর।
১৯১১ – ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়,প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কলকাতার পাভলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (মৃ.২১/১০/১৯৯৮)
১৯১৮ – মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত।
১৯১৯ –
বাংলাদেশের একজন সুপরিচিত লেখক এবং বিখ্যাত ঔপন্যাসিক আবু রুশদ।
ভারতের সংগীত পরিচালক নওশাদ আলী।(মৃ.০৫/০৫/২০০৬)
করুণা বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে “সর্বজয়া” ভূমিকায় অবতীর্ণ প্রখ্যাত বাঙালি অভিনেত্রী।(মৃ.১২/১১/২০০১)
১৯২৩ – মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতি।
১৯২৪ – অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। (মৃ.১৬/০৮/২০১৮)
১৯২৭ – রাম নারায়ণ, ভারতীয় সঙ্গীতজ্ঞ।
১৯৩৪ – সত্য সাহা, বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
১৯৪৮ – হুমায়ুন কবির, বিশ শতকের বাংলা ভাষার কবি।(মৃ.০৬/০৬/১৯৭২)
১৯৬৮ – সঞ্জীব চৌধুরী, বাংলাদেশী সংগীতশিল্পী ও সাংবাদিক।
১৯৮০ – আনিফ রুবেদ, বাংলাদেশী কথাসাহিত্যিক।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৪৮ – কুসুমকুমারী দাশ, খ্যাতনামা বাঙালি মহিলা কবি। (জ.১৮৭৫)
১৯৬১ – ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক। (জ.১৮৮০)
১৯৭৭ – চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।(জ.১৬/০৪/১৮৮৯)
১৯৮০ – চীনের বিখ্যাত ঐতিহাসিক কু চিয়েকাং পেইচিংয।
১৯৮৮ – চিত্রশিল্পী কাজী হাসান হাবিবের মৃত্যুবার্ষিকী
২০১৪ – জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।
২০১৬ – জর্জ মাইকেল, ব্রিটিশ গায়ক।
২০১৮ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি। (জ.১৯/১০/১৯২৪)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
• ২৫শে ডিসেম্বর (প্রাচ্য অর্থোডক্স ধর্মীয় উদ্‌যাপন)
• বড়দিন, যিশুর জন্মদিবসের স্মরণে উদযাপিত খ্রিস্টানদের ছুটির দিন। (আন্তর্জাতিক)
• সংবিধান দিবস (তাইওয়ান)
• গুড গভরন্যান্স দিবস (ভারত)
• কায়েদে আজম দিবস (পাকিস্তান)

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন