ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, সোমবার।
১ জানুয়ারি/২০২৪ খ্রি.
১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ,
১৮ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। জানুয়ারি ১ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম দিন। বছর শেষ হতে আরো ৩৬৪ দিন (অধিবর্ষে ৩৬৫ দিন) বাকি।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
৪৫ খ্রিস্টপূর্ব – জুলিয়ান বর্ষপঞ্জীর সূচনা।
৬৩০ – মুহাম্মাদ (সঃ) এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
১৬০০ – স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
১৬৫১ – ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড–এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
১৭০০ – রাশিয়া জুলিয়ান বর্ষপঞ্জীর ব্যবহার শুরু করে।
১৭৮৮ – যুক্তরাজ্যের লন্ডন থেকে দ্য টাইমস পত্রিকার প্রকাশনা শুরু।
১৭৮৯ – কলকাতা–লন্ডন ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮০৯ – কলকাতার ব্যাঙ্ক অব ক্যালকাটার নাম পরিবর্তন করে “বেঙ্গল ব্যাঙ্ক” রাখা হয়।
১৮২৪ – কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়।
১৮৪৪ – ভিক্যর ক্যারু কলকাতায় সেন্ট জনস কলেজ প্রতিষ্ঠা করেন।
১৮৪৬ – কৃষ্ণনগরে “কৃষ্ণনগর সরকারি কলেজ” প্রতিষ্ঠিত হয়।
১৮৪৬ – বারাসতে “বারাসত সরকারি বিদ্যালয়” প্রতিষ্ঠিত হয়।
১৮৬৯ – জলপাইগুড়ি জেলা গঠিত হয়।
১৮৭১ – মনমোহন ঘোষের সম্পাদনায় সাপ্তাহিক ইন্ডিয়ান মিরর পত্রিকাটি দৈনিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে। এটিই ছিল প্রথম ভারতীয় কর্তৃক সম্পাদিত দৈনিক পত্রিকা।
১৮৭৪ – কলকাতা পৌরসংস্থা পরিচালিত প্রথম পৌরবাজারের উদ্বোধন হয়। ১৯০৩ সালে এই বাজারের নাম হয় “স্যার স্টুয়ার্ট হগ মার্কেট”, বর্তমানে নিউ মার্কেট।
১৮৮০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর “সি.আই.এ” উপাধি লাভ করেন।
১৮৮৬ – কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ পরমহংস “কল্পতরু” হন।
১৮৯০ – স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য মনোনীত হন।
১৯১৫ – ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯১৫ – ব্রিটিশ সরকার লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে (লর্ড সিনহা) “নাইট” উপাধিতে ভূষিত করে।
১৯২৩ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।
১৯৪৬ – কোচবিহার পৌরসভা গঠিত হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৯৪ – সত্যেন্দ্রনাথ বসু, ভারতীয় বাঙালি পদার্থবিদ। (মৃ.০৪/০২/১৯৭৪)
১৮৯৫ – সুহৃদ কুমার রায়,বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।(মৃ.১৬/০৭/১৯৫৯)
১৮৯৮ – বিনয়রঞ্জন সেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় প্রথম ভারতীয় বাঙালি পরিচালন অধিকর্তা।(মৃ.১২/০৬/১৯৯৩)
১৯০৩ – জসীম উদ্দীন, বাংলাদেশি কবি ও লেখক। (মৃ.১৪/০৩/১৯৭৬)
১৯১১ – মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসক। (মৃ. ১৯৮৯)
১৯১৪ –
অদ্বৈত মল্লবর্মণ, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (মৃ.১৬/০৪/১৯৫১)
সুশীলকুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি মৃত্তিকা বিজ্ঞানী।(মৃ. ১৮/১১/২০০৬)
১৯১৬ – অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়,ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক। (মৃ. ১৯৮৮)
১৯১৯ – অজিতকুমার ঘোষ ,প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক।(মৃ.২২/১০/২০০৫)
১৯২০ – ধীর আলী মিয়া, বাংলাদেশি যন্ত্রবাদক, সঙ্গীত পরিচালক ও সুরকার। (মৃ. ১৯৮৪)[২]
১৯৩০ – আবদুল করিম খন্দকার, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা।
১৯৩০ – আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশি শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞানকর্মী। (মৃ. ১৯৯৮)
১৯৩৫ – সৈয়দ জাহাঙ্গীর, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী। (মৃ. ২০১৮)
১৯৪৪ – আবদুল হামিদ, বাংলাদেশী রাজনীতিবিদ এবং ২০ ও ২১তম রাষ্ট্রপতি।
১৯৪৪ – আনোয়ারুল কবির তালুকদার, বাংলাদেশি রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। (মৃ. ২০২০)
১৯৫১ – বদর উদ্দিন আহমেদ কামরান, রাজনীতিবিদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। (মৃ. ২০২০)
১৯৫২ – সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। (মৃ. ২০১৯)
১৯৫৬ – আহমেদ ইমতিয়াজ বুলবুল, বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ. ২০১৯)
১৯৬৩ – আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব। (মৃ. ২০২০)
১৯৭৮ – বিদ্যা বালান, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯০ – রুবেল হোসেন, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
৮৭৪ – হাসান আল-আসকারী।
১৯২১ – সুরেশচন্দ্র সমাজপতি, বাঙালি বাঙালি লেখক ও সাহিত্য সমালোচক (জ.৩০/০৩/১৮৭০)
১৯৩৭ – ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৭৪)
১৯৯১ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী রেণুকা দাশগুপ্ত।(জ.১৯১০)
২০০৮ – প্রতাপচন্দ্র চন্দ্র, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। (জন্ম ১৯১৯)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•নববর্ষ (গ্রেগরীয় বর্ষপঞ্জী)।
•কল্পতরু উৎসব (হিন্দু ধর্মানুসারীদের); দক্ষিণেশ্বর কালীবাড়ি, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যান্য শাখাকেন্দ্রে উদ্যাপিত হয়।
•বই উৎসব (বাংলাদেশ)।
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~