ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, মঙ্গলবার।
১৬ জানুয়ারি/২০২৪ খ্রি.
২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
৩ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৯ (অধিবর্ষে ৩৫০) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
৯২৯ – স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন
১৭৬৮ – কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়।
১৯২২ – কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৯ – বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪১ – মহানিষ্ক্রমণের দিন। গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিসের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন।
১৯৪৫ – অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহণ করেন।
১৯৫৬ – মিশরের প্রসিডেন্ট গামাল আবদেল নামের প্যালিস্টাইন মুক্ত করার ঘোষণা দেন।
১৯৭০ – গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৫৫ – গোবিন্দচন্দ্র দাস, এক বাঙালি স্বভাব কবি। (মৃ.০১/১০/১৯১৮)
১৮৬৮ – খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত।(মৃ.১৯৪২)
১৮৮৮ – ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ।(মৃ.১১/১২/১৯৮২)
১৯০১ –
সুকুমার সেন,ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ।(মৃ.০৩/০৩/১৯৯২)
চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক। (মৃ.১৬/০১/১৯৮৯)
১৯১০ – রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯১৯ – মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৩১ – সুভাষ মুখোপাধ্যায় (চিকিৎসক), ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক। (মৃ.১৯/০৬/১৯৮১)
১৯৪০ – চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.১৭/০৩/২০১৯)
১৯৮৭ – কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯১৫ – খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব। (জ. ১৮৭১)
১৯২৪ – রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ।(জ.১৭/০৯/১৮৪০)
১৯৩৮ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। (জ.১৫/০৯/১৮৭৬)
১৯৬১ – খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক। (জ. ১৮৭২)
১৯৮৯ – চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক।(জ.১৬/০১/১৯০১)
২০০১ – লরা কাবিলা, কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।
২০০১ – নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বীক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন।
২০১৮ – শাম্মী আখতার, বাংলাদেশি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৫৫)
২০২২ –
শাঁওলি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী। (জ.১৯৪৮)
ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ।(জ.১৯৩৮)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

কোন মন্তব্য নেই