ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, বুধবার।
১৭ জানুয়ারি/২০২৪ খ্রি.
৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
৪ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৮ (অধিবর্ষে ৩৪৯) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১২৫৮ – মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।
১৮৬৩ – ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৯৩ – হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৪৬ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন
১৯৫৩ – ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।
১৯৫৯ – সেনেগাল ও ফরাসি সুদান একীভূত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে।
১৯৬১ – কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন।
১৯৬৬ – স্পেনের কাছে ভূমধ্যসাগরের আকাশে মার্কিন বি-ফিফটি টু বম্বারের সাথে কেসি-ওয়ান থ্রি ফাইভ জেট ট্যাংকারের সংঘর্ষ হয়।
১৯৭০ – পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৯৫ – স্বাধীনতা সংগ্রামী,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য । (মৃ.০২/০১/১৯৯৩)
১৯০৯ – আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক। (মৃ.১৯/০৩/১৯৮৪)
১৯১৩ – রাডার যন্ত্রের পুরোধা স্যার এ্যাডওয়ার্ড ফেনিশি।
১৯৩০ – ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।(মৃ.২৪/০৯/২০১০)
১৯৩৩ – প্রিন্স সদরউদ্দিন আগা খান।
১৯৪২ – মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৪৫ – জাভেদ আখতার, ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার।
১৯৫১ – সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (মৃ.২০২০)
১৯৫৩ – অঞ্জন দত্ত, ভারতীয় গায়ক , গীতিকার এবং চিত্রপরিচালক।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৯১ -রামচন্দ্র দত্ত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত। (জ.৩০/১০/১৮৫১)
১৯৩০ – গওহর জান,ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী। (জ.২৬/০৬/১৮৭৩)
১৯৪০ – ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। (জ.১৮৬৯)
১৯৭৮ – শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী।
২০০৩ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সমরেশ রায়।(জ.১৯২২)
২০১০ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।(জ.০৮/০৭/১৯১৪)
২০১১ – গীতা দে, বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালি লোকনাট্যের ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ.০৫/০৮/১৯৩১)
২০১৪ – সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (ড.০৬/০৪/১৯৩১)
২০১৫ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার। (জ.২১/০২/১৯৩০)
২০২২ – ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত। (জ.১৯৪৭)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~