ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, শুক্রবার।
২৬ জানুয়ারি/২০২৪ খ্রি.
১২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
১৩ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৯ (অধিবর্ষে ৩৪০) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৫৬৫ – বিজয়নগর সাম্রাজ্য ও দক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল।
১৯৩০ – ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারি তারিখটিকে “স্বাধীনতা দিবস” বা “পূর্ণ স্বরাজ দিবস” হিসেবে ঘোষণা করে।
১৯৫০- ভারতের সংবিধান কার্যকর হয়।
রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
ও পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়।
১৯৫২ – ঢাকার পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।
১৯৬১ – মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জেনেট এফ ট্রাভলকে মার্কিন রাষ্ট্রপতির প্রথম মহিলা চিকিৎসক হিসেবে নিয়োগ দেন।
১৯৬৫ – হিন্দি ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস।
১৯৮২ – তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়।
১৯৮৬ – ইসরায়েল ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।
২০০১ – ভারতের গুজরাটে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৪৪ -গুরুদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য। (মৃ.০২/১২/১৯১৮)
১৮৫০ – এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক ও সমাজতন্ত্রী
১৮৭৮ – ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।
১৮৮৪ – এডওয়ার্ড স্যাপির, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৮৯০ – গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক। (মৃ.১৮/০৬/১৯৮০)
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৬৯ – অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।(জ. ১৪/০৯/১৮৮৮)
২০১৫ – আর কে লক্ষ্মণ নামে পরিচিত রাসীপুরম কৃষ্ণস্বামী লক্ষ্মণ ভারতীয় ব্যঙ্গশিল্পী ও কার্টুনিস্ট।(জ. ২৪/১০/১৯২১)
২০১৬ – সাহেবজাদা ইয়াকুব খান, সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর।
২০১৮ – সুপ্রিয়া দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (জ. ০৮/০১/১৯৩৩)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•আন্তর্জাতিক কাস্টমস দিবস (আন্তর্জাতিক)
•সাধারণতন্ত্র দিবস (ভারত)
•মুক্তি দিবস (উগান্ডা)
•অস্ট্রেলিয়া দিবস (অস্ট্রেলিয়া)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~