ইতিহাসে আজকের দিনে

0
3

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, রবিবার।
২৮ জানুয়ারি/২০২৪ খ্রি.
১৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
১৫ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৭ (অধিবর্ষে ৩৩৮) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৮৩১ – ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৩৫ – কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ – কলকাতা-বোম্বাই টেলিফোন (দুরালাপনি) চালু হয়। কলকাতার প্রথম এক্সচেন্জ সেন্ট্রাল এক্সচেন্জ উদ্বোধন করেন ই বারিং।
১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।
২০১০ – বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদের ফাঁসি হয়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬৫ – লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যু ১৭/১১/১৯২৮)
১৮৭৭ – পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।(মৃ.১৭/০৮/১৯৪৯)
১৯১১ – প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত (মৃ.১১/১১/১৯৮৪)।
১৯২৫ – নচিকেতা ঘোষ, প্রখ্যাত বাঙালি সুরকার ও সঙ্গীত পরিচালক। (মৃ.১২/১০/১৯৭৬)
১৯২৫ – রাজা রামান্না,প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ।(জ.২৪/০৯/২০০৪)
১৯৩০ – পণ্ডিত যশরাজ মেয়াতী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী।(মৃ.১৭/০৮/২০২০)
১৯৯৫ – মোঃ মনিরুজ্জামান রিপন, সম্পাদক- স্পোর্টসজোন২৪,বাংলাদেশের থিয়েটার শিল্পী।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৫৫৬ – হুমায়ুন, দ্বিতীয় মোঘল সম্রাট।
১৮৪০ – হাজী শরীয়তউল্লাহ
১৯৭৯ – স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত ।
১৯৮৪ – ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা আব্দুল রেজ্জাক খান।
১৯৯১-বাংলাদেশের উদিয়মান কবি,গবেষক ও বিশেষ ভাবে সক্ষম(শারীরিক প্রতিবন্ধী)ব্যক্তি,বাংলা শিক্ষক ফরহাদ হোসেনের জন্ম।যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধীদের অধিকার আদায়ের সংগঠন পিডিএফের সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেন। তাঁর লেখার মূল উপজীব্য অতি সাধারণ মানুষ,প্রকৃতি,প্রেম।যিনি সাম্য,মানবতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার স্বপ্ন যোদ্ধা।

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

কোন মন্তব্য নেই