ইতিহাসে আজকের দিনে

0
1

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, সোমবার।
২৯ জানুয়ারি/২০২৪ খ্রি.
১৫ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
১৬ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
১৫৯৫ – শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
১৮৭০ – বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।
১৯১৯ – ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।
১৯৩৮ – রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়।
১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৯৬ – ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।
১৯৯৬ – ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৯০ – ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক।
১৮৯৬ – ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ ।(মৃ. ০৮/০১/১৯৪১)
১৯০৪ – যোগেন্দ্রনাথ মণ্ডল আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।(মৃ.৫/১০/১৯৬৮)
১৯২৬ – আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৯৬)
১৯৮১ – রাজীবুর রহমান, বাংলা‌দে‌শের সঙ্গীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যয‌ন্ত্রের সংগ্রহক ও শিল্পপ‌তি।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
৬৬১ – সর্বপ্রথম ইসলাম গ্রহনকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব
১৯৭৬ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক।(জ.১৯/০৯/১৯০৩)
২০২০ – আযহার আলী আনোয়ার শাহ – বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।
২০২১ – ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•জাতীয় ফার্ক্তা দিবস

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন