ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, বৃহস্পতিবার।
১ ফেব্রুয়ারি/২০২৪ খ্রি.
১৮ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
১৯ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৩ (অধিবর্ষে ৩৩৪) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৮২৭ – কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৫৫ – কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২ – বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৮৭১ – ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
১৯৫৩ – কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯৯৯ – ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।
২০০৪ – পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।
২০২১ – মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯০২ – অনিলকুমার দাস,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী । (মৃ.১৯৬১)
১৯০৭ – গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশি বুদ্ধিজীবী।
১৯০৯ – ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য,ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ও কল্পবিজ্ঞানের লেখক। (মৃ.১৯৯০)
১৯১৮ – শামসুল হক, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯২২ – শক্তিপদ রাজগুরু, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।(মৃ.২০১৪)
১৯২৮ – কৃষ্ণ ধর বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৩০- অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। (মৃ.২২/০৬/২০২০)
:শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ও ষষ্ঠ প্রধান বিচারপতি।
:হুসেইন মুহাম্মদ এরশাদ, সামরিক শাসক ও বাংলাদেশের দশম ও দ্বাদশ রাষ্ট্রপতি।
১৯৩১ – ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯৩৩ – আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি শিক্ষাবিদ।
১৯৩৩ – খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৫৫ – আহমেদ জহুর, কবি, সাংবাদিক, গবেষক ও প্রাবন্ধিক।
১৯৮২ – শোয়েব মালিক, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
২০০৩ – মোঃ মিসাদ আলী, কবি ও সাহিত্যিক।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯৪৮ – যতীন্দ্রমোহন বাগচী, ভারতীয় বাঙালি কবি।(জ.২৭/১১/১৮৭৮)
১৯৮২ – ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মু র প্রয়াণ দিবস ।(জ.০৫/০৫/১৯০৫)
১৯৮৩ – পদ্মা দেবী, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।(জ.১৯১৭)
২০০৩ – প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ও প্রকৌশলী কল্পনা চাওলা প্রয়াত হন ।(জ.০১/০৭/১৯৬১)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•বিশ্ব হিজাব দিবস ৷
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~