ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, মঙ্গলবার।
১৩ ফেব্রুয়ারি ২০২৪,
৩০ মাঘ ১৪৩০,
০২ শাবান ১৪৪৫,
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৪তম দিন। বছর শেষ হতে আরো ৩২১ (অধিবর্ষে ৩২২) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১২৫৭ – হালাকু খানের মোঙ্গল বাহিনীর হাতে আব্বাসীয় খলিফাদের রাজধানী বাগদাদের পতন ঘটে।
১৬০১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন।
১৮৩২ – লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব।
১৮৮০ – টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।
১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।
১৮৯০ – বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।
১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন।
১৯৩৪ – সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৬০ – ফ্রান্সে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ।
১৯৭২ – বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা।
১৯৭২ – ঢাকা-মস্কো সরাসরি টেলিযোগাযোগ স্থাপন।
১৯৮৫ – ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আততায়ীদের গুলিতে নিহত হন।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ.১৯৪৯)
১৯১১ – ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানি কবি ও সাংবাদিক (মৃত্যু ১৯৮৪)।
১৯১৩ – খালিদ বিন আবদুল আজিজ, সৌদি আরবের বাদশাহ (মৃত্যু ১৯৮২)।
১৯১৫ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯১৯ – মনিরউদ্দীন ইউসুফ, কবি ও প্রাবন্ধিক।
১৯২১ – আহমদ শরীফ, বাংলাদেশী ভাষাবিদ, খ্যাতনামা মনীষী।
১৯২৮ – গেরাল্ড রিগান, কানাডীয় আইনজীবী ও রাজনীতিবিদ, নোভা স্কটিয়ার ১৯তম প্রিমিয়ার।
১৯২৯ – গাজীউল হক, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সাহিত্যিক ও ভাষা সৈনিক।
১৯৪৮ – নীলুফার ইয়াসমিন, কণ্ঠশিল্পী।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~
১৯৬৪ – অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী।(জ.১৮৯০)
১৯৬৯ – পরেশচন্দ্র ভট্টাচার্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান।(জ.১৯০৩)
১৯৭৪ – উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ। (জ.১৯১২)
১৯৭৭ – সাংবাদিক আবদুস সালাম মৃত্যুবরণ করেন।
১৯৮৬ – বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন ।(জ.০৫/০২/১৮৯৪)
২০১২ – হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা (জন্ম ১৯৫২)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
•বিশ্ব রেডিও দিবস
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~