ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, সোমবার।
২২ এপ্রিল ২০২৪ খ্রি.
৯ বৈশাখ ১৪৩১ বাংলা,
১২ শাওয়াল ১৪৪৫ হিজরী।
২২ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১২তম (অধিবর্ষে ১১৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৩ দিন বাকি রয়েছে।
ইতিহাসের পাতায় লেখা আজকের এইদিনের ঘটনাবলী, বিশিষ্টজনের জন্ম মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৩৫৮ – ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন।
১৮৯০ – কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৯২১ – ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু।
১৯৩০ – বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।
১৯৪৮ – অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরায়েল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়।
১৯৭০ – মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৯৮৮ – টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
১৯৯৮ – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৪৫১ – প্রথম ইসাবেলা, কাস্টাইল রানী।
১৮৯৩ – সুরেন্দ্রমোহন ঘোষ স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি ।(মৃ.০৭/০৯/১৯৭৬)
১৯১৬ – কানন দেবী ভারতীয় অভিনেত্রী ও গায়িকা ।(মৃ.১৭/০৭/১৯৯২)
১৯৪৫ – গোপালকৃষ্ণ গান্ধী, ভারতীয় বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
১৯৫৭ – ডোনাল্ড টাস্ক, পোলীয় রাজনীতিবিদ ও ইতিহাসবেত্তা।
১৯৫৯ – রঞ্জন মাদুগালে, শ্রীলংকান ক্রিকেটার।
১৯৬০ – মার্ট লার, এস্তোনিয়ার রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।
১৯৭৪ – চেতন ভগত, ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~
৫৪৫ – গৌতম বুদ্ধ (আনুমানিক)।
১৯৩০-হরিগোপাল বল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
•মধুসূদন দত্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
•পুলিনচন্দ্র ঘোষ, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
•নির্মল লালা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৯৮ – আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী, ইরাকে প্রখ্যাত আলেম।
২০০৩ – তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। (জ.১৪/০১/১৯৩১)
২০০৬ – আলিডা ভালি, ইতালিয়ান অভিনেত্রী।
২০০৮ – শিপ্রা বসু বাঙালি সংগীত শিল্পী ।(জ.০৯/১১/১৯৪৫)
২০২০-শার্লি নাইট, ৮৩, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯২৬)
•সা’দত হুসাইন – বাংলাদেশী আমলা এবং বাংলাদেশ
ছুটি ও বিশেষ দিবস:-
“”””””””””””””””””””‘”””””
• ধরিত্রী দিবস ৷
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~