ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আজ, মঙ্গলবার।
৩০ এপ্রিল ২০২৪ খ্রি.
১৭ বৈশাখ ১৪৩১ বাংলা,
২০ শাওয়াল ১৪৪৫ হিজরী।
৩০ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২০তম (অধিবর্ষে ১২১তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৫ দিন বাকি রয়েছে।
ইতিহাসের পাতায় লেখা আজকের এইদিনের ঘটনাবলী, বিশিষ্টজনের জন্ম মৃত্যু ও বিশেষ দিবস।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৮৬৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।
১৮৯৪ – বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন।
১৯৭৬ – বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮০ – কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়।
১৯৮২ – পশ্চিমবঙ্গে কলকাতার উপকন্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গীর ১৬ সন্ন্যাসী ও ১ জন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয়।
১৯৯১ – বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১৩৮,০০০ লোকের প্রাণহানি ও বিপুল সম্পত্তির ক্ষতি হয়।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~~
১৮৭০ – দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক।(মৃ.১৬/০২/১৯৪৪)
১৮৯৬ – মা আনন্দময়ী,হিন্দু আধ্যাত্মিক সাধিকা।(মৃ.২৭/০৮/১৯৮২)
১৯৩০ – সুধীন দাশ, বাঙালি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক। (মৃ. ২০১৭)
১৯৩৮ – নাট্যকার শেখ আকরাম আলী।
১৯৪০ – শেখ নিয়ামত আলী, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। (মৃ. ২০০৩)
১৯৬৪ – অভিষেক চ্যাটার্জী, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা।(মৃ.২০২২)
১৯৮৭ – রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেটার।
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~~
১০৩০ – মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক।
১৯১৫ – সুশীল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। (জ.১৮৯১)
১৯৪৫ – আডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর। (জ. ১৮৮৯)
১৯৪৫ – ইভা ব্রাউন, আডলফ হিটলারের স্ত্রী ও অন্তরঙ্গ সহচর। (জ. ১৯১২)
১৯৯৫ – বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ।(জ.১৯১৩)
২০১৪ – খালেদ চৌধুরী, বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ।(জ.২০/১২/১৯১৯)
২০২০ -ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক যিনি হিন্দি চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। (জ.০৪/০৯/১৯৫২)
ও- চুনী গোস্বামী , প্রবাদপ্রতিম ভারতীয় ফুটবল খেলোয়াড়। (জ.১৫/০১/১৯৩৮)
২০২২ – আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। (জ. ১৫/০১/১৯৩৪)
ছুটি ও বিশেষ দিবস:-
“”””””””””””””””””””‘”””””
• আন্তর্জাতিক জ্যাজ দিবস (ইউনেস্কো)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~