ইতিহাসে আজকের দিনে

0
1

ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, বুধবার ১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরি, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২১তম (অধিবর্ষে ১২২তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৪ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
• ১৮৭৫ – কলকাতার আলীপুর চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
• ১৮৮৪ – আট ঘণ্টা কর্মদিবস আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে প্রচারণা শুরু হয়।
• ১৮৯০ – খ্রিস্টাব্দের এই দিন থেকে আন্তর্জাতিক মে দিবস পালন শুরু।
• ১৮৯৭ – স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
• ১৯১৩ – বিখ্যাত শিশু পত্রিকা সন্দেশ প্রকাশিত হয়।
• ১৯৬০ – পশ্চিম ভারতের নতুন দুটি প্রদেশ হিসেবে গুজরাত ও মহারাষ্ট্রের জন্ম হয়।
• ১৯৭০ – ভিয়েতনামে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স শত্রুবাহিনীকে নিরপেক্ষ রাষ্ট্র কম্বোডিয়ার দিকে ঠেলে দিবে—মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের এরকম ঘোষণার পর ওয়াশিংটনের সিয়াটলে বিক্ষোভ শুরু হয়।
• ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোস্টারিকা।
• ১৯৭৭ – শ্রমিক দিবস উদ্যাপনের সময় ইস্তানবুলের টাকসিম স্কয়ারে এক হামলায় ৩৬ জন মানুষ নিহত হন।
• ১৯৭৮ – বাংলাদেশে জাগদল, যাদু মিয়ার ন্যাপ, কাজী জাফরের ইউপিপি, মুসলিম লীগ মিলে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন।

ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
• ১৮৯৮ – মাহবুব-উল আলম, বাংলাদেশি কথাসাহিত্যিক, সৈনিক এবং ইতিহাসবিদ।
• ১৯১৯ –
o মোহাম্মাদ করিম লামরানি, মরক্কোর ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।
o ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী ও সুরকার মান্না দে। (মৃ.২০১৩)
• ১৯২৫ – সরদার ফজলুল করিম, বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। (মৃ. ২০১৪)
• ১৯৩২ – তবিবর রহমান সরদার, বাংলাদেশী রাজনীতিবিদ। (মৃ. ২০১০)
• ১৯৫৪ – মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশী শিক্ষাবিদ
• ১৯৮৬ – শাহরিয়ার নাফীস আহমেদ, সাবেক বাংলাদেশী ক্রিকেটার।

ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
• ১২৩৫ – দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ।
• ১৯০৮ – প্রফুল্ল চাকী, ভারতীয় বিপ্লবীর আত্মবলিদান করেন। (জ.১৮৮৮)
• ১৯৮০ – শোভা, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯৬২)
• ১৯৯৩ – রানাসিংহে প্রেমাদাসা, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৯৮ – কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।(জ.১৯১৮)
• ২০০০ – বিদ্যুৎ গাঙ্গুলী, ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।
• ২০১৫ – অমিতাভ চৌধুরী, বিশিষ্ট বাঙালী সাহিত্যিক ও সাংবাদিক। (জ. ১৯২৮)
• ২০১৮ – অশোক মিত্র প্রখ্যাত ভারতীয় অর্থনীতিবিদ বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ।(জ.১০/০৪/১৯২৮)

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
• আন্তর্জাতিক শ্রমিক দিবস/মে দিবস: ভারত, বাংলাদেশ ও অন্যান্য অনেক দেশে এই দিনটি শ্রমজীবি মানুষের সাথে সংহতির দিবস হিসাবে পালিত হয়।

সূত্র:উইকিপিডিয়া।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন