ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।
আজ, শুক্রবার,
৩ মে ২০২৪ খ্রি.,
২৩ শাওয়াল ১৪৪৫ হিজরি,
২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।
৩ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৩তম (অধিবর্ষে ১২৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৪২ দিন বাকি রয়েছে।। আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।
ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
• ১৭৬৫ – বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
১৭৬৫ – ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
১৯১৩ – প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায়।
১৯২৩ – ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ – সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
১৯৭১ – পিরোজপুর পতন হয় এবং পাক হানাদার বাহিনী ৬২ জনকে হত্যা করে।
১৯৭৩ – বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান -এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার) -এর নির্মাণকাজ সম্পন্ন।
১৯৭৬ – বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে।
ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
• ১৮৩৯ – জামশেদজী টাটা, ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯০৪)
১৮৮৩ – বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত।(মৃ.১৯৬৪)
১৮৯৬ – ভি কে কৃষ্ণমেনন, ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। (মৃ. ১৯৭৪)
১৯২৯ – জাহানারা ইমাম, শহীদজননী-খ্যাত বাংলাদেশি লেখিকা।
১৯৪৬ – নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। (মৃ. ২০২০)
১৯৫১ – অশোক গহলোত, ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।
ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
• ১৪৮১ – দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান), অটোমান সুলতান। (জ. ১৪৩২)
১৯৬৯ – জাকির হুসেইন রাজনীতিবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। (জ.০৮/০২/১৮৯৭)
১৯৭১ –
মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমান (২০১৪ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত)।
ফায়জুর রহমান আহমেদ (কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা)।
১৯৮১ – নার্গিস দত্ত ভারতীয় অভিনেত্রী। (জ.০১/০৬/১৯২৯)
১৯৮৮ – প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।(জ.০৪/০৯/১৯০৪)
২০০৫ – জগজিত সিং অরোরা, ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।
২০০৯ – ভারতের মারাঠি লেখক রাম শেখর।
দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
• বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস
সূত্র:উইকিপিডিয়া।