ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, মঙ্গলবার,
১৪ মে ২০২৪ খ্রি.,
৫ জিলকদ ১৪৪৫ হিজরি,
৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।

১৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
১৮৮৯ – লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
১৯৪৮ – সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
১৯৫০ – ওয়ারস চুক্তি স্বাক্ষর।
১৯৫৪ – আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।

ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
১৮৪৯ – ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিকে। (মৃ.২৩/০৩/১৯১১)
১৮৯২ – অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ চন্দ্র গুহ। (মৃ.১২/০২/১৯৮৩)
১৯০৭ – আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি। (মৃ. ১৯৭৪)
১৯২৩ – মৃণাল সেন, বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।(মৃ.৩০/১২/২০১৮)

ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
১৯৭২ – প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক। (জ. ১৯০৫)
১৯৯৮ – শওকত ওসমান, বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।
২০২০-
•আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (জ. ১৯৩৭)
•ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত। (জ. ১৯২৫)
•দেবেশ রায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ. ১৯৩৬)

সূত্র:উইকিপিডিয়া।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন