ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””
সম্পাদনা, এম হায়দার চৌধুরী
~~~~~~~~~~~~~~~~
আজ, শুক্রবার।
২৫ আগস্ট/২০২৩ খ্রি.
১০ ভাদ্র/১৪৩০ বঙ্গাব্দ.
৮ সফর /১৪৪৫ হিজরী।

২৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৭তম (অধিবর্ষে ২৩৮তম) দিন। বছর শেষ হতে আরো ১২৮ দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
০৯৫ – মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
১৮৯৬ – উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতী’ প্রথম প্রকাশিত হয়।
১৯১৯ – লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
১৯৪৪ – জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।
১৯৬০ – রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৭২ – স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
১৯০০ – সজনীকান্ত দাস বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক।(মৃ.১১/০২/১৯৬২)
১৯৩০ – স্যার থমাস শন কনারি, একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা পুরস্কার বিজয়ী স্কটল্যান্ডীয় অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।(মৃ.৩১/১০/২০২০)
১৯৪৭ – প্রবাল চৌধুরী বাংলাদেশি সঙ্গীতশিল্পী
১৯৬২ – তসলিমা নাসরিন, বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৯৭ – মুর্শিদাবাদের কাশিম বাজার রাজের মহারাণী স্বর্ণময়ী। (জ.১৮২৭)
১৯৩০ – অনুজাচরণ সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।(জ.১৯০৫)
২০০৭ – তারাপদ রায় হাস্যরসাত্মক তথা কৌতুকরসবোধে সংপৃক্ত রচনার জন্য সুপরিচিত বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক। (জ.১৭/১১/১৯৩৬)
২০১২ – নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ। (জ.০৫/০৮/১৯৩০)
২০২১ – শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি তবলা বাদক। (জ.১৯৬৬)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
• স্বাধীনতা দিবস (ফ্রান্স)
• স্বাধীনতা দিবস (উরুগুয়ে)

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন