ইতিহাসে আজকের দিনে

0
2

ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘”””””””””””””
সম্পাদনা, এম হায়দার চৌধুরী
~~~~~~~~~~~~~~~~
আজ, রবিবার।
১৭ সেপ্টেম্বর/২০২৩ খ্রি.
২ আশ্বিন/১৪৩০ বঙ্গাব্দ.
১ রবিউল আউয়াল/১৪৪৫ হিজরী।

১৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬০তম (অধিবর্ষে ২৬১তম) দিন। বছর শেষ হতে আরো ১০৫ দিন বাকি রয়েছে।

আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৯২০ – প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
১৯৪০ – মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
১৯৪৮ – আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
১৯৫৭ – মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৬২ – গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
১৯৭৪ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
২০০৫ – বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু।

আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৬৭ – গগনেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা।(মৃ.১৪/০২/১৯৩৮)
১৯১৫ – মকবুল ফিদা হুসেন, অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।(মৃ.০৯/০৬/২০১১)
১৯১৮ – সত্য চৌধুরী প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।(মৃ.০৫/১২/১৯৯৩)
১৯২২ – হরিপদ কাপালী, বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক। (মৃ. ২০১৭)
১৯৩৪ – বিনয় মজুমদার, বাঙালি কবি।(মৃ.১১/১২/২০০৬)
১৯৪৪ – বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।(মৃ.২২/০৯/২০১১)
১৯৫০ – নরেন্দ্র মোদী, ভারতের ১৫দশ প্রধানমন্ত্রী।

আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৯৫৪ – যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।(জ.২৬/০৬/১৮৮৭)
১৯৬১ – আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৪ – নরেশচন্দ্র সেনগুপ্ত,বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।(জ.০৩/০৫/১৮৮৩)
২০২১ – আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট। (জ. ২/০৩/১৯৩৭)

ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
• মহান শিক্ষা দিবস (বাংলাদেশ)
• বিশ্ব সাইক্লিং দিবস

সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন