গাজীপুর-৩ এ-র সর্বস্তরের জনগণ সহ সবাইকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানালেন সাংসদ ইকবাল হোসেন সবুজ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর করোনার বিশ্ব দূর্ভোগ ও মৃত্যুর মিছিলের মধ্যে মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর।
আসন্ন ঈদ উল ফিতরের এই মাহেন্দ্রক্ষণে আমি সংসদীয় আসন গাজীপুর-৩ তথা প্রিয় শ্রীপুরবাসি এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় মির্জাপুর ও পিরুজালী ইউনিয়নের এবং আ.লীগের গাজীপুর জেলা সাধারন সম্পাদক হিসেবে গাজীপুরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দেশের সকল ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ঈদের আনন্দ বয়ে আনুক অনাবিল শান্তির পরশ সবার জীবনে।
তিনি মহান আল্লাহর দরবারে করোনার মহাবিপদ থেকে সবাইকে হেফাজত করার প্রার্থনা জানিয়ে ঈদ এর আনন্দ ভাগ করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।