উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

0
2

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : আগামী ৮মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

এসময় অন্যান্যদের মাঝে
সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সহ ৫৫টি ভোট কেন্দ্রের সকল প্রিজাইডিং কর্মকর্তা ও গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন বক্তাগণ।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে – ৫জন, ভাইস চেয়ারম্যান পদে -১২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে -৭জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন