একজন প্রফেসর ড.কাজী মোহসিন এর অর্থনৈতিক সহযোগিতায় ২২ জন রুগী দেখবেন পৃথিবীর আলো

0
256

আহাম্মদ আলী, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
চোখের সমস্যা নিয়ে ভুগছেন অনেকদিন ধরে। নানা সমস্যায় আর চোখের চিকিৎসা করানো হয়নি তাদের। লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইম নামে মানব সেবা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চুক্ষ চিকিৎসা, ডায়াবেটিক ও গাইনী বিষয়ক রোগ নির্ণয় ও স্বাস্থ্য সেবা কার্যক্রমের ক্যাম্পে ওই সব রোগীরা যেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট চোখের চিকিৎসা নেয়। আবার চিকিৎসার পর ফ্রি ঔষধও পেয়েছেন তারা। চোখে ছানি পড়েছে এমন ২২ জনকে ছানি অপারেশনের যাবতীয় খরচ বহন করবেন প্রফেসর ড. কাজী মোহসিন। সেবা প্রদানের যাবতীয় খরচ দিচ্ছেন সৌদি আরবের কিং সাউড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কাজী মোহসিন। পহেলা আগষ্ট ওই ২২ জন রোগীকে ঢাকা নিয়ে তাদের চোখের অপারেশন করানো হবে বলে জানান মানবতার সেবায় নিয়োজিত প্রফেসর ড. কাজী মোহসিন।
শনিবার সকাল থেকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা কাজী বাড়ি এলাকায় আক তাকউয়া জামে মসজিদে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প থেকে প্রায় ৬ শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। যিনি এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা দেয়ার প্রত্যয় নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি হলেন কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের কাজী বাড়ির মরহুম কাজী মিন্নত আলীর ছেলে। এছাড়া এলাকার অনেক ডায়াবেটিক রোগীরা ওই ফ্রি চিকিৎসা ক্যাম্পে গিয়ে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এলাকায় যারা গাইনী রোগে ভুগছেন তাদেরও চিকিৎসা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক কাজী মেহেদী হাসান দিপু, উপজেলা যুবলীগের সদস্য কাজী সারোয়ার হোসেন নাহিদ প্রমুখ।

কোন মন্তব্য নেই