জি নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন চমকের উপর চমক। নির্বাচনে বিএনপির ভরাডুবি, ক্ষমতাসীন দলের নতুন মন্ত্রিপরিষদ এবং সর্বশেষ সংসদে তিন দম্পতির সমাহার। এ যেন মেঘ না চাইতে বৃষ্টির আবির্ভাব।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান বেগম রওশন এরশাদ সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি দুই সংসদ সদস্যের স্ত্রীগণ সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হতে যাচ্ছেন।
এরশাদ ও রওশন ছাড়া বাকি দম্পতিরা হচ্ছেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন্নেসা খান ও স্বতন্ত্র সংসদ সদস্য সহিদ ইসলামের স্ত্রী সেলিমা ইসলাম।
এবারের নির্বাচনে রাশেদ খান মেনন ঢাকা-৮ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার দল থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিল করেছেন স্ত্রী লুৎফুন্নেসা খান।
অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য সহিদ ইসলাম লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিন স্বতন্ত্র প্রার্থী একত্রিত হয়ে সহিদুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামকে মনোনয়ন দিয়েছে। অন্য দুই স্বতন্ত্র সংসদ সদস্য হলেন বগুড়া-৭ আসনের রেজাউল করিম বাবলু এবং ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী।
জানা যায়, সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এই দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।