এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা আটক!
জি নিউজ ডেস্কঃ ডিবি পুলিশ এফআর টাওয়ারের এক অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে আটক করেছে। ডিবির উপ কমিশনার (উত্তর) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৩০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তাকে তার বারিধারার বাসা থেকে আটক করা হয়।
জানা গেছে, তাসভির উল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
এর আগে শনিবার দুপুরে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করে বলে জানান পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১ ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা যান।
সূত্রঃ জাগরন নিউজ।