আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, এমন সময় আসছে দেশের শ্রমিকরা রেমিট্যান্সের আশায় বিদেশ যাবে না। তারা বিভিন্ন কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিয়ে দেশেই কাজ করে অর্থ আয় করবেন। বাংলাদেশে ব্যবসা- বাণিজ্যের পরিবেশ উজ্জ্বল থাকায় বিদেশী দাতা সংস্থাগুলো বিনিয়োগ বৃদ্ধি করছে। দেশের শ্রমিকদের দক্ষ শ্রম শক্তি হিসেবে কাজে লাগাতে পারলে সম্ভাবনার বাংলাদেশ গড়া সহজ হবে। যারা বিদেশে শ্রমিক হিসেবে যাচ্ছেন, তাদের প্রশিক্ষণ দিয়ে পাঠালে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে। সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গাজীপুর জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবায়কে এক যোগে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।
গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব যোগদানকারী গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোস্তফা মিয়া, কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ছাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. ইব্রাহীম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা একেএম হেলালউদ্দিন, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, কালীগঞ্জ ট্রাক ড্রাইভার ও মালিক সমিতির সভাপতি মো. মনিরুল আলম প্রমুখ।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি আমলকি গাছের চারা রোপন করেন। এর আগে তিনি কালীগঞ্জ থানায় গিয়ে পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেন।
- অন্যান্য
- অর্থ ও বানিজ্য
- ইতিহাস
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- পরিচালক
- পরিবার
- ব্রেকিং নিউজ
- স্লাইড