এরশাদের প্রথম জানাজা ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় সেনা মসজিদে অনুষ্ঠিত

0
46

এরশাদের প্রথম জানাজা ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় সেনা মসজিদে অনুষ্ঠিত

জি নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম জানাজা বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় সেনা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এসময় তিন বাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা অংশ নেন।তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরী।
সোমবার সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় হবে দ্বিতীয় জানাজা। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেয়া হবে এরশাদের মরদেহ। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে তার তৃতীয় জানাজা। রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে এরশাদের মরদেহ।

মঙ্গলবার সকাল ১০টায় নেয়া হবে রংপুরে। সেখানে জেলা স্কুল মাঠে বাদ জোহর হবে চতুর্থ জানাজা। বিকেলে বনানী সেনা কবরস্থানে দাফন করা হবে সাবেক সামরিক শাসক এরশাদকে।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ….ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।গত২৬শে জুন থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন এরশাদ। দীর্ঘদিন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছিলেন তিনি। শেষ দিকে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না।

উল্লেখ্য, তিনি ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় দিনহাটায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৬০-১৯৬২ সালে তিনি চট্টগ্রাম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের কেন্দ্রে অ্যাডজুট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ সালে তিনি কোয়েটার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি শিয়ালকোটে ৫৪ ব্রিগেডের মেজর ছিলেন। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি লাভের পর ১৯৬৯-১৯৭০ সালে ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অধিনায়ক ও ১৯৭১ – ১৯৭২ সালে ৭ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

কোন মন্তব্য নেই