শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী নির্বাচনে গাজীপুর-৩ আসনের বিএনপি সমর্থিত ভোটারদের মধ্যে হতাশা বিরাজ করছে।
ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপির পক্ষে ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মেধাবী ও তরুন রাজনীতিবিদ ডা: রফিকুল ইসলাম (বাচ্চু) মনোনয়ন পত্র জমা দেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল. ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তে কৃষক শ্রমিক জনতালীগের জন বিচ্ছিন্ন প্রার্থী ইকবাল সিদ্দিকীকে দলীয় মনোনয়ন চুড়ান্ত করার পর বিএনপি সমর্থিত ভোটারদের মধ্যে হতাশা বিরাজ করছে। এলাকার সাধারন ভোটাররা জানান, ডা: বাচ্চু নির্বাচনে অংশ নিলে বিপুর ভোটে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা ছিল। তিনি দীর্ঘদিন যাবত তৃনমূলের কর্মী সমর্থকদের নিয়ে মাঠে ময়দানে নিরলশ পরিশ্রম করে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছিলেন। ডা: বাচ্চুর আদর্শে উৎজীবিত হয়ে জেল জুলুম, নির্যাতন উপেক্ষা করে দীর্ঘদিন পরে হলেও সাধারণ মানুষ নির্বাচন মুখী হয়ে ছিল। অপর দিকে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের জনপ্রিয়তা র্শীষে অবস্থান করছে। তার সাথে প্রতিদন্দিতা করার মত প্রার্থী ডা: বাচ্চুর বিকল্প নেই। ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সিদ্ধান্তে ইকবাল সিদ্দিকীকে চুড়ান্ত প্রার্থী করায় দুই প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য হবে আকাশ পাতাল ব্যবধান।
ইকবাল সিদ্দিকী ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ায় আ’লীগ প্রার্থী ইকবাল হোসেন সবুজ সর্বোচ্চ সংখ্যক ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনাকে শতভাগ নিশ্চিত করে দিল ঐক্যফ্রন্ট। নাম প্রকাশে অনচ্ছিুক ভোটাররা জানায়, ভুল সিদ্ধান্তে গাজীপুর-৩ আসনটি নিশ্চিত হারালো ঐক্যফ্রন্ট।