বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারে নদীর অবৈধ দখল উচ্ছেদ কালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলায় জাতীয় সাংবাদিক সংস্থা’র তিব্র নিন্দা ও প্রতিবাদ
কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বাঁকখালীতে অবৈধ স্থাপনা উচ্ছদকালে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি । সংগঠনের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়।
এনপিএস কক্সবাজার জেলা শাখা সভাপতি খুরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ জহির আলম বাপ্পি
এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ী খালেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক বাঁকখালীতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের সময় পেশাগত দায়িত্ব পালনকালে অবৈধ দখলদার জনৈক আবদুল খালেক চেয়ারম্যানের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ সংঘবদ্ধভাবে সাংবাদিকদের উপর হামলা চালায়।