কবিতা,,মা,,,,,,,,,,।

0
46

মা,,,,,
কবি,আহাম্মদ আলী।

মাগো মা………..
তোমার মতো ভালোবাসা
কেউ জানে না ।
সেই যে গেলে
বুঝি তিলে তিলে
হারিয়েছি কি?
নির্ঘুম চোখ
সময় হল আসার
বকুনির মালা
ধুয়ে আয় হাত-পা
অন্ন জুটেনি মুখে!
চল ভালো হয়ে
বিচার যদি আসে
দিমু বাড়ি থেকে বের করে।
বের হইনি, বাড়িতেই আছি
মা, নেই তুমি ঘরে।
তোমার সরলতা, বিশ্বাস আর ভালোবাসায়
শিখেছি শ্রদ্ধাবোধ, মানবতা আর সততা।
মাগো মা
উল্টো বাতাস বইছে যুগে
উল্টো বুঝে সবে!
দেখি সবই
খুঁজে পাই না তোমার মুখচ্ছবি।
তুমি ছাড়া ঘরে
আলো না জ্বলে,
অন্ধকারে অস্থির লাগে।
মা, তুমি ছাড়া অনুভূতি
কেউ পারবে না
কাউকে বুঝাতে!

কোন মন্তব্য নেই