কবিতা,, শ্রমিক।

0
34

“শ্রমিক”
মোঃ শামীম মিয়া

শ্রম দিবসে শ্রমিক সবাই,
শ্রম ও ঘামের মূল্য চাই।

খেটে মরে রোজ প্রতিদিন,
ফিরে নাকো সুখেরই চিন।

পহেলা মে আসে এমন,
সব আশা হয়না পূরণ।

দিন কাটে স্বপ্ন দেখে,
স্বপ্ন ভরা কষ্ট দুখে!

আর কতকাল সইবো জ্বালা,
অাসে যায় মে পহেলা।

তুমি আমি ঘাম ঝরাই,
নুন আনতে পান্তা ফুরাই।

আশায় আশায় দিন কাটে,
সুখ মিলেনা কারো ললাটে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন