মোঃ ইসমাঈল হোসেন মাস্টারঃ চলমান বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাস্ট্র যখন করোনা মোকাবিলা হিমশিম খাচ্ছে ঠিক এই সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দূর্নীতি নিয়ে রীতিমতো বিব্রত সরকার। স্বাস্থ্য খাতের এ-সব দূর্নীতি নিয়ে,গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় গাজীপুর মহানগরের চান্দনা(জয়দেবপুর)চৌরাস্তায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাজীপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অনতি বিলম্বে করোনা টেস্ট ফি বন্ধ ও স্বাস্থ্যখাতে লোটপাট অনিয়ম বন্ধের দাবি এবং ইতিমধ্যে যাঁরা দুর্নীতিতে জরিয়ে আছেন তাদেরকে তদন্তের মাধ্যমে খোঁজে বের করে দৃষ্টান্ত মুলুক শাস্তি নিশ্চিত৷ চায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।