কাপাসিয়ায় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
সাইদুল ইসলাম রনিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ হাই স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্গাপুর ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ মার্চ শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাণীগঞ্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু বিনোদ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও সংষ্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ৷
কর্মীসভায় দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা লাল মিয়া এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর রশিদ খান, জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি এড. মাজাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম ৷
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমান উল্লাহ শেখ ইমু, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. তাজ উদ্দিন, মনির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক ভূঁইয়া দিলিপ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাদিউল ইসলাম রনি, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিটন, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পারভেজ সরকার, সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম সহ ইউনিয়ন বাসী ও আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।