সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া,গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার মরহুম খালেদ খুররমের বাসার সামনে মাসব্যাপী তাঁত ও বস্ত্র হস্ত শিল্প মেলা ১২ জুলাই শুক্রবার দুপুরে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড.আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা আ,লীগের উপদেষ্টা নেতা মোঃ কবির মাষ্টার উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন আ,লীগের সভাপতি আব্দুল হালিম খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন শেখ, ডেন্টিন এমদাদুল হল সহ বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলাকে ঘিরে রয়েছে শিশুদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের রাইট , মহিলা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বাহারি ডিজাইনের থ্রি পিস,ফোর পিস, স্টল, শাড়ি স্টল , ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, ফতোয়া, পাঞ্জাবি স্টল, মেয়েদের বিভিন্ন ধরনের প্রসাধনী স্টল, ঘড়ি চশমা স্টল, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা স্টল,