কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে দলীয় বিভিন্ন কর্মসূচী নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শুক্রবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। সভার শুরুতে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পালিয়ে যাওয়ার পিছনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়া হয়। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়া প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন।